ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:৩৯, ৯ অক্টোবর ২০২৫
ঝালকাঠিতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

ইলিশ ধরায় বুধবার বিকেলে তিন জেলেকে আটকের পর সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত

সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ঝালকাঠির রাজাপুরে তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটকের পর সাজা দেওয়া হয়।

আরো পড়ুন:

সাজা পাওয়া জেলেরা হলেন- মো. শাওন ইসলাম (১৯), মো. ফয়সাল হাওলাদার (২৭), এবং মো. শাহিন ফকির। 

অভিযানে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ইউএনও রিফাত আরা মৌরি। 

মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়