ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তেরাব্যাকা’ খাল থেকে কুমির ছানা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৩৭, ৯ অক্টোবর ২০২৫
‘তেরাব্যাকা’ খাল থেকে কুমির ছানা উদ্ধার

উদ্ধার হওয়া কুমির ছানা

বাগেরহাটের শরণখোলার লোকালয়ের ভেতর দিয়ে প্রবাহিত একটি খাল থেকে কুমিরের ছানা উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাব্যাকা খাল থেকে ছানাটি উদ্ধার  হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, সকালে স্থানীয় জেলে শাহীন ফরাজী মাছ ধরতে যান খালে। এসময় তার জালে কুমিরের ছানাটি আটকা পড়ে। পরে তিনি ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যদের খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে ছানাটিকে উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।

তিনি আরো জানান, উদ্ধার করা কুমিরের ছানাটি প্রায় দুই ফুট লম্বা। এর আনুমানিক বয়স দুই মাস। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে সুন্দরবন থেকে এই খালে ঢুকে পড়ে কুমিরের ছানাটি।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, “উদ্ধারকৃত কুমিরের ছানাটি সুন্দরবনের নদীতে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।”

ঢাকা/শহিদুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়