ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা-বাবাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪২, ৯ অক্টোবর ২০২৫
মা-বাবাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

অভিযুক্ত রাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন- উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)।

আরো পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু মিয়া বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহাম্মদ। পরে রাজুর দেওয়া তথ্য অনুযায়ী দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে রানুয়ারা বেগমকে গলা টিপে এবং ওই দিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে রাজু। পরে তাদের দুজনের লাশ বাসার ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাজুকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের পরই বেকার হয়ে পড়েন রাজু। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। প্রায় সময় বাবা-মায়ের সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার ঝগড়া হতো। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়