সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের লাশ দাফনে বাধা
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে ওই নারীর দাফন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়ি শাহজাদপুর গ্রামে ইনু মিয়ার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায় এবং মায়ের লাশ দাফনে বাধা দেওয়া হয়। এলাবাসী তাদের মায়ের লাশ দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও ব্যর্থ হন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করেন।
স্থানীয় বাসিন্দা মাওলানা বিল্লাহ বলেন, ‘‘নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি।’’
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মধ্যে সমঝোতায় করিয়েছি। বৃহস্পতিবার দুপুর ২টায় পারিবারিক কবরস্থানে ওই নারীর দাফন করা হয়।’’
ঢাকা/সুজন/রাজীব