ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মেয়ে, বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৯ অক্টোবর ২০২৫  
টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মেয়ে, বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টিকটক ভিডিও করতে গিয়ে বিদ্যুতের তারে জড়ায় মেয়ে সুরভী আক্তার। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা রোজিনা বেগমের মৃত্যু হয়েছে। সুরভী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামাড়পাড়া এলাকার সোহেলের স্ত্রী। তবে, দীর্ঘদিন ধরে তারা ছোট বিনাইরচর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, ‘‘বিকেলে বাড়ির ছাদে মোবাইলে টিকটক ভিডিও করতে উঠে সুরভী আক্তার। এ সময় ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়ার বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে সে। ডাক-চিৎকার করলে সুরভীর মা রোজিনা ও দাদি মাসুদা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় দুজনই বিদ্যুৎস্পৃষ্টে আহত হন; বিদ্যুৎস্পৃষ্ট হয় সুরভী আক্তারও। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় গেলে চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। সুরভী ও তার দাদি মাসুদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়