ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:২৮, ১০ অক্টোবর ২০২৫
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা ঘর থেকে ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে জানিয়েছেন নিহতের এক আত্মীয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন তারা। 

আরো পড়ুন:

নিহতরা হলেন- রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের জুলেখা বেগম (৫৫) এবং তার মেয়ে রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তানহা মীম (১৯)।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, “কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে যান। পিবিআই ফরেনসিক টিমও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

স্থানীয়রা জানান, মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিলেন। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল। এই সুযোগে সন্ত্রাসীরা বাসায় ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। তারা বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে মরদেহ বাসার দ্বিতীয় তলার মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। 

নিহতদের আত্মীয় সেলিম মিয়া জানান, মা-মেয়েকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। তারা ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, তিনি ঘটনাস্থলে আছেন। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা। 

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়