বিশ্বনাথে হুমায়ুন-লুনা অনুসারীদের সংঘর্ষ, আহত ১০
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির ও তাহসিনা রুশদীর লুনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের বাসিয়া ব্রিজে এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি এবং আটক নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামে ছিল হুমায়ূন কবিরের পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা। দুপুর থেকেই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার পক্ষে নানা স্লোগান দিয়ে বিশ্বনাথ পৌর শহর মুখরিত করে রেখেছিল তার সমর্থক নেতাকর্মীরা। পরে তারা বাসিয়া ব্রিজের ওপর পথ সভায় মিলিত হন। পথসভাশেষে কিছু নেতাকর্মী সেখানে অবস্থান করেন।
বিকেল ৪টার দিকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজ অতিক্রমের সময় স্লোগান দিয়ে হুমায়ুন কবিরের গাড়িবহর আটকানোর চেষ্টা চালায় লুনার অনুসারীরা। তখন বিএনপির কয়েকজন সিনিয়র নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পথিমধ্যে হাবড়াবাজার এলাকায় হুমায়ুন কবিরের গাড়ি বহর বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের গাড়ি বহর বিশ্বনাথ থানা অতিক্রমকালে ফের লুনার অনুসারীদের বাধার মুখে পড়ে। হুমায়ুনের অনুসারীরা এ সময় তাদের ধাওয়া দিয়ে নতুন বাজারের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর লুনার অনুসারীরা হুমায়ুনের অনুসারীদের সঙ্গে বাসিয়া ব্রিজে এলাকায় সংঘর্ষে জড়ান। দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। রাত ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে।
এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জি কে গৌছকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
বিশ্বনাথ-ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফ উজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকার কারণে বড় ধরণের সংঘাত এড়ানো গেছে।
ঢাকা/নূর/মাসুদ