বগুড়া শহর আ.লীগের সম্পাদক ববি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার ওবায়দুল হাসান ববি
বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিকে (৫৬) ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়ার ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত একটায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান। তিনি বলেন, “ওবায়দুল হাসান ববির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতাদের হত্যা নিপিড়নের দায়ে ১২টির বেশি মামলা রয়েছে। ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
ঢাকা/এনাম/এস