ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে হাইওয়ে পুলিশ সদস্যকে গণধোলাই

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:৩৪, ১০ অক্টোবর ২০২৫
শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে হাইওয়ে পুলিশ সদস্যকে গণধোলাই

স্থানীয় জনতা ও যাত্রীদের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন ট্রাফিক পুলিশের এক সদস্য।

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঘুষ নেওয়ার অভিযোগ ঘিরে হাইওয়ে পুলিশের এক সদস্য স্থানীয় জনতা ও যাত্রীদের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি বাসকে রেকার বিল করার সময় মাওনা হাইওয়ে থানার কনস্টেবল আব্দুর রবের ওপর বাসচালক, হেলপার ও আশপাশের লোকজন একযোগে হামলা চালায়। এতে দুজন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে সালনা হাইওয়ে ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাজেন্দ্রপুর এলাকা থেকে সংশ্লিষ্ট বাস ও এর চালক-সহযোগীকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়ে পুলিশের এক সদস্য বাসের এক যাত্রীর কাছ থেকে মামলা না করার বিনিময়ে দুই হাজার টাকা ঘুষ নেন। বিষয়টি টের পেয়ে যাত্রীরা প্রতিবাদ শুরু করলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ওই পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধর করে। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “অবৈধ পার্কিংয়ের দায়ে বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় চালক ও স্থানীয়রা মিলে ঘুষের অভিযোগ তুলে পুলিশের ওপর হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।”

ঢাকা/রফিক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়