টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: যুবক গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি মিঠুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব ১৪ এর সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে মিঠুনকে কালিহাতী উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন গ্রেপ্তারের তথ্য জানান।
কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল যাচ্ছিল। এই মিছিলে পিস্তল, শর্টগান এবং দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
এ হামলায় আহত লাল মিয়া (৩০) বাদী হয়ে ওই বছরের ৩১ আগস্ট টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মিঠুন এই মামলার ১৭০নং আসামি।
গ্রেপ্তার মিঠুন কালিহাতী সদরের সাতুটিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে মারধর, হামলাসহ চারটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মিঠুনকে জন্য কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা/কাওছার/বকুল