সাভারে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে কালো রঙের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে মূর্তি উদ্ধার ও পাচার চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। মূর্তিটির বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
শুক্রবার (১০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন (৬১)। তিনি কুমিল্লার দাউদকান্দি থানাধীন গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, ফ্রিজের পুরনো কার্টনের ভেতরে বিশেষ কৌশলে কষ্টি পাথরের মূর্তিটি পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন দেলোয়ার। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি।
তবে, মূর্তিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পরবর্তী গন্তব্য কোথায় ছিল, তা তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল বলেন, “মূর্তিটি যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, তিনি মূলত এখানে মিডিয়া হিসেবে কাজ করছিলেন। তিনি নিজেও এর উৎস এবং গন্তব্য জানেন না বলে আমাদের জানিয়েছেন। এটি তার কাছে দেওয়া হয়েছিল আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যাহোক, আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পাশাপাশি সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/সাব্বির/রফিক