ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: ৪ আসামি গ্রেপ্তার  

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৩৪, ১০ অক্টোবর ২০২৫
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: ৪ আসামি গ্রেপ্তার  

কেরানীগঞ্জ উপজেলায় চালক বাচ্চু মিয়াকে (৬৫) হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের মামলায় চারজনকে গ্রেপ্তার ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় চালক বাচ্চু মিয়াকে (৬৫) হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের মামলায় চারজনকে গ্রেপ্তার ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শক্রবার (১০ অক্টোবর ) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, হৃদয় (২১), মাহামুদুল ইসলাম হাসান (৩০), মো. সাহেদ (১৭) ও নুরুল ইসলাম (৩৮)। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ৬ অক্টোবর সন্ধ্যায় বাচ্চু মিয়ার অটোরিকশা ভাড়া করে নিয়ে যায় হৃদয়, হাসান এবং সাহেদ। তারা মিলে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেন সিটির কাশবনে বাচ্চু মিয়াকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়। অটোরিকশার ব্যাটারি খুলে নুরুল ইসলামের কাছে ২৩ হাজার ২০০ টাকায় বিক্রি করে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

আসামিদের আদালতে পাঠানো হয়েছে।  
 

ঢাকা/শিপন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়