ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২২ বছর আগের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৫ অক্টোবর ২০২৫  
২২ বছর আগের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পর থেকে ১৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন শাহীনুর রহমান শাহীন ও সাদিকুর রহমান সুমন

রাজশাহীতে ২২ বছর আগের চাঞ্চল্যকর ট্রাকচালকের সহকারী মো. আনজু হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শাহীনুর রহমান শাহীন (৪৮) ও সাদিকুর রহমান সুমন (৪৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিরা সম্পর্কে ভাই।

আদালতে সাজার পর থেকে ১৫ বছর ধরে তারা আত্মগোপনে ছিলেন। অবশেষে বুধবার রাজশাহী শহরের শাহ মখদুম থানার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শাহীন ও সুমন নগরের রাজপাড়া থানার ভেড়ীপাড়া কেশবপুর এলাকার মতিউর রহমানের ছেলে। তারা নিজেদের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। 

আরো পড়ুন:

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর রাতে আনজুকে খুন করা হয়। ট্রাকচালককে হত্যার চেষ্টা করে ব্যর্থ হলে তার সহকারীকে ট্রাকের মধ্যেই হত্যা করা হয়। এর আগে সোনামসজিদ থেকে ট্রাকটি ভাড়া নিয়ে পাবনার দাশুড়িয়ায় নেওয়া হচ্ছিল। পথে নানা নাটকীয়তার পর রাজশাহীর গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় আনজুকে হত্যা করা হয়।

পরদিন সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আনজুর লাশ উদ্ধার করা হয়। সে সময় ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় ট্রাকের চালক শফিকুল ইসলাম ওরফে বাবলু বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর আসামিদেরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ৫ বছর হাজতে থাকার পর ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে পলাতক হন। পরে আদালত আসামিদের অনুপস্থিতিতে বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এরপর আসমিরা সাজা এড়াতে নিজেদের নাম পরিবর্তন করে নতুন এনআইডি কার্ড বানিয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেন। মামলা ও রায়ের সূত্র ধরে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পর থেকে ১৫ বছর ধরে তারা আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যাবজ্জীবন কারাদণ্ডের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়