ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:৫৪, ১৬ অক্টোবর ২০২৫
অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে চার যুবকের অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের মিরেরবাগ এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন:

আরো পড়ুন: শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগরের মধ্য বাগড়া এলাকার মৃত হাশেম হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০), তার সহযোগী একই এলাকার আহসান বেপারীর ছেলে সাখাওয়াত ব্যাপারী (২৮) ও শ্রীনগরের পাটাভোগ গ্রামের সেলিম খানের ছেলে তারেক খান (৩০)।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমূল হুদা জানান, অবৈধ অস্ত্র প্রদর্শন সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। পুলিশ সুপার শামসুল আলম সরকারের নির্দেশে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়।  গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে মঙ্গলবার রাত ২টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকার আরিফের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় রাসেল হাওলাদারের ভাড়া করা ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ভিডিওটি শ্রীনগর কলেজের পেছনের পুকুরপাড় এলাকার। শ্রীনগরের পরিবেশ এখন শান্ত। পরিবেশ ঘোলাটে করতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হয়েছিল।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জানান, ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ সুপার জানিয়েছেন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়