ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওবায়দুল কাদেরের ছোট ভাইকে গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক ও নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:২৫, ১৬ অক্টোবর ২০২৫
ওবায়দুল কাদেরের ছোট ভাইকে গ্রেপ্তার

শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ (৫৮) দল ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করতেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি।” কবে এবং কোন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার মাথার চুল কেটে এবং মারধরে করে ব্যাপক সমালোচিত হন শাহাদাত।  গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সাথে দ্বন্দ্বে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।  

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর স্বপরিবারে পালিয়ে যান ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা ও শাহাদাত হোসেন।  

ঢাকা/এমআর, সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়