ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে সরকার শহীদ পরিবারের মুখোমুখি হবে

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:২৩, ২০ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে সরকার শহীদ পরিবারের মুখোমুখি হবে

জুলাই সনদ বাস্তবায়ন, বিপ্লবীদের নিরাপত্তা ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না করে নির্বাচন অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকারকে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার ( ১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রংপুর নগরীর তিলোত্তমা রেস্টুরেন্টে জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভা শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি।

আরো পড়ুন:

সারজিস আলম বলেন, “শুধুমাত্র বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে নয়, জনগণের দাবিতে সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই যোদ্ধাদের আইনগতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণ সরকারের বিপক্ষে অবস্থান নেবে আর এর সঙ্গে থাকবে এনসিপি।”

দেশে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে ধারণা করেন এনসিপির এই নেতা। একই সাথে এসব ঘটনার তদন্দের দাবি জানান তিনি। 

আগামীর সংগঠন গঠন প্রসঙ্গে সারজিস বলেন, “ডিসেম্বরের আগেই এনসিপি সারাদেশে সমন্বয় সভা শেষ করে জেলা পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করবে।  জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করা হচ্ছে।”

উত্তরাঞ্চলের বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, “রংপুরকে বিগত আমলে বছরের পর বছর বাজেটে বঞ্চিত করা হয়েছে। এবার শহীদ আবু সাঈদের রংপুরকে ন্যায্য হিস্যা দিতে হবে।”

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়