ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় সারজিসের অনুষ্ঠানস্থলের বাইরে ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৫৪, ২০ অক্টোবর ২০২৫
বগুড়ায় সারজিসের অনুষ্ঠানস্থলের বাইরে ককটেল বিস্ফোরণ

সারজিস আলম। ফাইল ফটো

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুষ্ঠানস্থলের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। সে সময় জেলা পরিষদের অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা চলছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারজিস আলম।

আরো পড়ুন:

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হুসেইন মোহাম্মদ রায়হান বলেন, ‘‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’’

এনসিপির বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য সুলতান মাহমুদ বলেন, ‘‘জেলা পরিষদের অডিটোরিয়ামে আমাদের পূর্ব নির্ধারিত সভা ছিল। সেখানে সারজিস আলম, সাকিব মাহদীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। হঠাৎ বাইরে ককটেল বিস্ফোরণ হয়। আমদের সবাই নিরাপদ আছে। কারা বিস্ফোরণ ঘটাল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদস্যরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে।’’

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়