মেসেঞ্জার গ্রুপে বাকবিতণ্ডা
এক চিকিৎসককে মারধরের অভিযোগ আরেক জনের বিরুদ্ধে
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোলাম হামিম
বগুড়ার শেরপুরে মেসেঞ্জার গ্রুপে বাকবিতণ্ডার জেরে ক্লিনিকে হামলা চালিয়ে গোলাম হামিম নামের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে ইকবাল হোসেন সানি নামের আরেক চিকিৎসকের বিরুদ্ধে।
সোমবার (২০ অক্টোবর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গোলাম হামিম। এর আগে, গতকাল দুপুরে উপজেলার ধুনট মোড়ে ন্যাশনাল ক্লিনিকে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে গোলাম হামিম বলেন, ‘‘রবিবার ক্লিনিকে রোগী দেখছিলাম। হঠাৎ ডাক্তার ইকবাল হোসেন সানি তার দলবল নিয়ে এসে ক্লিনিকে হামলা চালায়। এ সময় আমাকে মারধর করা হয়। এতে আমার ডান হাতের কনুই ভেঙে যায় ও বাম কানের পর্দা ফেটে গেছে।’’
তিনি আরো বলেন, ‘‘তিনি বয়সে আমার বড়। সে যদি একা আসত, শাসন করত কিছু বলতাম না। কিন্তু, সে দলবল নিয়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং মারধর করেছে। আমি এই বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।’’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন সানি বলেন, ‘‘গোলাম হামিম আমাদের সিনিয়র ভাইকে (কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মোমিনুল) ডাক্তারদের মেসেঞ্জার গ্রুপে গালাগালি করে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে মোমিনুল ভাই বিষয়টি আমাকে জানালে আমি গোলাম হামিমকে জিজ্ঞাসা করি, সিনিয়র ভাইকে কেন এমন গালাগালি করেছিস? তোর কী কোনো মানসিক সমস্যা হয়েছে? নাকি কিছু খেয়েছিস। বয়সে সে আমার চার বছরের ছোট। তখন হামিম উল্টো আমাকে গালাগালি করে। আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আমি তাকে দেখা করার জন্য বললে আমাকে তার ক্লিনিকে যেতে বলে। যে কারণে তার ওখানে গিয়েছিলাম। কিন্তু, কথা বলার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাই দুটো চড় দিয়েছি। এরপর আর কথা বলার রুচি হয়নি। তাই চলে আসি। এটা আসলে শাসনের মতো। কিন্তু, এখন সে এটাকে অন্যভাবে রঙচঙ দিচ্ছে।’’
শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/এনাম/রাজীব