ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উল্টো পথে বাস, প্রাণ গেল ইজিবাইকচালকের

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২২ অক্টোবর ২০২৫  
উল্টো পথে বাস, প্রাণ গেল ইজিবাইকচালকের

রংপুরের তারাগঞ্জে উল্টো পথে আসা একটি বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। 

বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ‘ভাই ভাই মুরাদ ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইকরচালী বাসস্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাসটি বাম দিকে যাওয়ার কথা থাকলেও ডান দিকে সড়কের ধারে রাখা পিলারে আটকে আছে। উৎসুক লোকজন, স্কুল শিক্ষার্থীরা বাসটি ঘিরে রেখেছেন। এতে সড়কের একাংশ সংকুচিত হওয়ায় আবারও দুর্ঘটনার শঙ্কা আছে। 

প্রত্যক্ষদর্শী রেস্তোরাঁর মালিক আতিয়ার বলেছেন, “আমার দোকানের সামনেই এ দুর্ঘটনা ঘটে। সকালে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ দেখি বাসটা বাম থেকে ডান দিকের লেনে হাই স্পিডে ঢুকে যায়। এ সময় ডান দিক থেকে আসা ইজিবাইক গাড়ির নিচে চাপা পড়ে যায়।” 

পাশের আরেক দোকান্দার জানান, “শুধু আজ নয়; প্রায়ই গাড়ি ফাঁকা দেখে উল্টোপাশ দিয়ে ওভারটেক করে এই স্ট্যান্ডে। এর আগেও এমন দুর্ঘটনায় প্রাণ গেছে অনেক মানুষের। কিন্তু, এগুলো বন্ধ করার উপায় নাই।”

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেছেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকচালক মোতালেব হোসেনের লাশ উদ্ধার করেছি। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। বাসচালক পালিয়ে গেছে।”

ঢাকা/আমিরুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়