ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাউফলে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে সড়কে বিক্ষোভ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৩ অক্টোবর ২০২৫  
বাউফলে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে সড়কে বিক্ষোভ

বাউফলে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা

পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়কে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পাবলিক মাঠের দক্ষিণ পাশে বাউফল-বগা-বরিশাল মহাসড়কে তারা বিক্ষোভ করেন। 

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্যকালে স্থানীয় বাসিন্দা ফয়সাল বলেন, ‍“আমরা ছোটবেলা থেকে এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। বর্তমান প্রজন্মও এই মাঠে খেলাধুলা করছে। একটি স্বার্থেন্বেষী মহল এই মাঠে মেলার আয়োজন করেছে। যদি খেলার মাঠ মেলার নামে দখল হয়ে যায়, তাহলে আমাদের সন্তানরা কোথায় খেলাধুলা করবে।” 

আরো পড়ুন:

অপর বক্তা রুমান বলেন, “সামনে বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষা। আমাদের বাচ্চাদের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা রয়েছে। এই অবস্থায় যদি মেলা হয়, তাহলে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সাধারণ মানুষও ভোগান্তিতে পড়বেন।” 

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “কোনো মেলার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া কিছু হলে সেটা ইউএনওকে জানানো হয়েছে, তিনি ব্যবস্থা নেবেন। আমরা এই মুহূর্তে সরকারি মেলা ছাড়া অন্য কোনো মেলার অনুমতি দিচ্ছি না।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়