ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৪ অক্টোবর ২০২৫  
বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু

পটুয়াখালীর কলাপাড়ার তুলাতলী পাড়া বৌদ্ধবিহারে শুক্রবার সকালে শুরু হয়েছে ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দান

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দান। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধবিহারে এ উৎসব শুরু হয়। 

উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী। তারা দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোষাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন উপহার সামগ্রী দেন। পাশাপাশি পটুয়াখালী ও বরগুনার ১০জন ঠাকুরকে চিবর দান স্বরুপ নতুন পোশাক দেওয়া হয়। 

আরো পড়ুন:

এর আগে, সকালে ২৮ বুদ্ধকে স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়। পরে তুলাতলী বৌদ্ধবিহারের সভাপতি মং তেন চিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর এ উৎসব চলবে।

তুলাতলী পাড়ার বাসিন্দা উচু মং বলেন, “আমাদের পাড়ায় বিভিন্ন এলাকা থেকে রাখাইন নর-নারীরা এসেছেন। আমরা খুব ভোরে এই বিহারে এসে সংঘদান ও অষ্টদান সম্পন্ন করেছি। এখন ঠাকুরদের চিবর দান চলছে।” 

বরগুনা থেকে আসা চিং লুই বলেন, “মা-বাবর সঙ্গে এখানে এসেছি। আমরা বিশেষ প্রার্থনা করেছি। সংঘরাজের আর্শীবাদ নিয়েছি। তাকেসহ ঠাকুরদের বিভিন্ন উপহার দিয়েছি। বুদ্ধের কাছে মনের আশা ব্যক্ত করছি।”

তুলাতলী বৌদ্ধবিহারের সভাপতি মং তেন চিং বলেন, “দিনভর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এ উৎসব চলবে। পটুয়াখালী ও বরগুলা জেলার বিভিন্ন পাড়া থেকে রাখাইন নারী-পুরুষ এখানে এসেছেন। আমরা তাদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমরা দেশের সব জীবের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেছি।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়