বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে শুক্রবার সকালে বাসচাপায় এক যুবক মারা গেছেন
বাগেরহাটে বাসচাপায় শামীম তালুকদার (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া শামীম শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ-উল-হাসান জানান, ঢাকা থেকে আসা শরণখোলাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পেছন থেকে শামীমকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন শামীম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা শামীমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।
ঢাকা/শহিদুল/মাসুদ