টেকনাফের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৪৪ জন উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধার হওয়া নারী-শিশুসহ ৪৪ জন।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের সদস্যরা। পরে বিকেলে টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
লেফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, ‘‘গোপন সূত্রে তথ্য পাওয়া যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী, শিশু ও পুরুষকে বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় জিম্মি করে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ওই পাহাড়ের চূড়া থেকে ৪৪ জনকে উদ্ধার করা হয়।’’
তিনি আরো বলেন, ‘‘কয়েকটি সংঘবদ্ধ মানবপাচার চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন ও অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের নিয়ে আসে। পরে টেকনাফের গহীন পাহাড়ে আটকে রেখে পাচারের প্রস্তুতি নেয়। একইসঙ্গে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চলছিল বলে তারা জানিয়েছে।’’
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
লেফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, “মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
ঢাকা/তারেকুর/বকুল