ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২৫ অক্টোবর ২০২৫  
তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: সেলিম

তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেছেন, “আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। তারুণ্য নির্ভর আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে।”

আরো পড়ুন:

শনিবার (২৫ অক্টোবর) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান বলেন, “দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘরে বসে থাকলে চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এর মাধ্যমেই মানুষ জানবে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে এবং উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “উপজেলার প্রতিটি নেতাকর্মীর সামনে একটি লক্ষ্য থাকা উচিত- যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী হওয়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে; এর কোনো বিকল্প নেই।”

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খাঁন সৈকত, কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক নান্নু মুন্সী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

ঢাকা/বাদল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়