ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবসময় নিজেকে ইসলামের খাদেম মনে করি: দুলু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৬ অক্টোবর ২০২৫  
সবসময় নিজেকে ইসলামের খাদেম মনে করি: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘‘আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, কিন্তু সবসময় নিজেকে ইসলামের খাদেম মনে করি। ইসলামের পক্ষে কথা বলেছিলাম বলেই আমাকে ‘জঙ্গি বাংলা ভাইয়ের দোসর’ বলে অভিযুক্ত করা হয়েছিল। আমার বিরুদ্ধে জঙ্গি মামলাও দেওয়া হয়েছিল।’’

রবিবার (২৬ অক্টোবর) নাটোর উপশহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও ওলামা মাশায়েখ সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘‘আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সেই ‘বিসমিল্লাহ’ মুছে ফেলার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে—ইমাম, আলেম-ওলামা ও ইসলামী সমাজের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

তিনি বলেন, ‘‘ইতিহাস সাক্ষী—ইসলামকে ধ্বংস করার চেষ্টা যারা করেছে, তারাই ধ্বংস হয়েছে; শেখ হাসিনার পরিণতিও তাই হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আলেম-ওলামাদের টুপি পরে রাস্তায় বের হতে দেওয়া হয়নি, মাহফিল করতে দেওয়া হয়নি।’’

দুলু অভিযোগ করেন, “গত ১৭ বছর আলেম-ওলামারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। অনেককে জঙ্গি বলে জেলে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ ইসলামবিরোধী শক্তির দোসর হিসেবে কাজ করছে। তারা যে দেশে আশ্রয় নিয়েছে, সেখানে ইসলামের শত্রুরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, আলেম–ওলামারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতিনিধি। তারা নৈতিকতার বাতিঘর।”

সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের সাবেক সভাপতি অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মমিন, সঞ্চালনা করেন ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট মাওলানা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওলামা দলের রাজশাহী বিভাগীয় টিম প্রধান ইমামুল হক মাজেদী, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়