সাভারে হত্যা মামলায় গ্রেপ্তার ২
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে আবু সাঈদ নামে একজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) রাতে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি মো. জালাল উদ্দিন।
এর আগে, ভোররাত ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার খালেদ মৃধাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম (৩৫) ও মৃত মতি মিয়ার ছেলে সোলেমান (৪৫)।
গত ২২ অক্টোবর উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেনকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
ঢাকা/সাব্বির/রাজীব