অভয়নগরে নারী মাদক কারবারি আটক
যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
তরি বেগম ওরফে নাজমা
যশোরের অভয়নগরে ২২ বোতল ফেনসিডিলসহ তরি বেগম ওরফে নাজমা (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম রবিউল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিভাগদী গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তরি বেগম ওরফে নাজমাকে ২২ বোতল ফেনসিডিলসহ তার বসতঘর থেকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অভয়নগর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলাম।
অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম বলেন, “আটক নাজমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন।”
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ