ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোনাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ, সেক্রেটারি অজয় 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৮ নভেম্বর ২০২৫  
কোনাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ, সেক্রেটারি অজয় 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি অজয় সরকার জোটন।

শনিবার (৮ নভেম্বর) কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে প্রার্থী না থাকায় শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে। অন্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার জোটন ও মো. তৌফিক ইসলাম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মধ্যাহ্নের পর ঘোষণা করা হয় নির্বাচনের ফল। এতে সাধারণ সম্পাদক পদে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার জোটন পান ১৯ ভোট। 

এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মো. মোরশেদ আলম। সহ-সভাপতি পদে বিনয় চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক পদে কালবেলার প্রতিনিধি মানিক মিয়া,  কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম রেজা এবং দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন আমিনুল নির্বাচিত হয়েছেন। 

প্রধান নির্বাচন কমিশনার মো. আখতারুজ্জামান বলেছেন, সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়েছে। খুবই আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে৷ 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়