ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাটা গলা নিয়ে রিকশাচালিয়ে ৩ কিলোমিটার, হাসপাতালে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩০, ৯ নভেম্বর ২০২৫
কাটা গলা নিয়ে রিকশাচালিয়ে ৩ কিলোমিটার, হাসপাতালে মৃত্যু

ফাইল ফটো

রিকশাচালক ফজলুর রহমানের (৩৫) গলা কেটে দিয়েছিল সন্ত্রাসীরা। এ অবস্থায় রিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরের বাজারে যান তিনি। সেখান থেকে তাকে পাঠানো হয় হাসপাতালে। তবে, শেষ রক্ষা হয়নি। শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, একই দিন রাতে রাজশাহীর মোহনপুর উপজেলায় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত ফজলুর রহমান জেলার  তানোর উপজেলার অমৃতপুর গ্রামের বাসিন্দা ইবরাহিম আলীর ছেলে।

আরো পড়ুন:

পুলিশের ধারণা, ফজলুর রহমানের ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিতে ছুরি দিয়ে তার গলা কেটে দেয় সন্ত্রাসীরা।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, শনিবার সন্ধ্যার পর মোহনপুর উপজেলার শিয়ালকোলা এলাকায় রিকশাচালক ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এরপর তিনি নিজেই রিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরের কেশরহাট বাজারে যান।

সেখানকার স্থানীয় লোকজন ফজলুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে রামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত হচ্ছে। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। স্বজনেরা থানায় আসার পর হত্যা মামলা দায়ের হবে। 

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়