জেলায় জেলায় প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম
শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস না হওয়ায় স্কুল প্রাঙ্গণে খেলায় ব্যস্ত টাঙ্গাইলের একটি স্কুলের শিক্ষার্থীরা
দশম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নে এবং পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। রবিবার (৯ নভেম্বর) সকালে পাঠাদান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন তারা। ফলে স্কুলে এসে ক্লাস না করে ফিরে যেতে হয়েছে শিক্ষার্থীদের।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা।
টাঙ্গাইল: জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও পাঠদান হচ্ছে না।
সরেজমিন শহরের টাউন প্রাইমারী স্কুলে গিয়ে কোন শিক্ষার্থীকে পাওয়া যায়নি। সেখানকার শিক্ষকরা জানান, ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা চলে গেছে।অপরদিকে, মডেল প্রাইমারিসহ অন্য স্কুলে শিক্ষার্থী থাকলেও শিক্ষকরা ক্লাসে যাননি।
আন্দোলনরত শিক্ষকরা জানান, শনিবার সন্ধ্যায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন। সেই ঘোষণা বাস্তবায়নে টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার, গোপালপুর, কালিহাতীসহ প্রতিটি উপজেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকারিয়া হায়দার বলেন, “শিক্ষকরা বেতন বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধির দাবি করতে পারেন। এখন নভেম্বর মাস চলছে, সামনে বার্ষিক পরীক্ষা। এ সময়ে তারা আন্দোলন না করলেও পারতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলন না করে নির্বাচিত সরকারের সময় তারা আন্দোলন করতে পারতেন। সকাল থেকেই প্রাথমিক স্কুলে যে পাঠদান চলছে না বিষয়টি আমরা জানি।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গোপালগঞ্জ: গোপালগঞ্জের পাঁচ উপজেলার ৮৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকদের কর্মবিরতির কারণে স্কুলগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত হয়েও ক্লাস না করে ফিরে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি শিক্ষকরা।
স্কুল থেকে ফিরে যাচ্ছে দুই শিক্ষার্থী
ঝালকাঠি: আজ সকালে শহরের প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীরা আসলেও পাঠদান বন্ধ রেখেছেন সহকারী শিক্ষকরা। ফলে শ্রেণিকক্ষে শিশুদের অলস সময় কাটে। শিক্ষকদের কর্মবিরতির কথা জানতে পেরে অনেক অভিভাবক পরে স্কুলে গিয়ে তাদের সন্তানদের বাড়ি নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ ঘটনার বিচার এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে।
কর্মবিরতি পালন করছেন ঝালকাঠির একটি বিদ্যালয়ের শিক্ষকরা
ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।”
ঢাকা/কাওছার, বাদাল, অলোক/মাসুদ