শেরপুরে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী-সমর্থকেরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে।
আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রার্থী পরিবর্তন চেয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
শেরপুরের তিনটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ।
বিকেল ৩টা থেকে শফিকুল ইসলামের কর্মী-সমর্থক সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে শহরের নিউমার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয়। পরে সেখান থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘‘শেরপুরের তৃণমূলের মানুষের জনপ্রিয় নেতা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ। তিনি দলের ত্যাগী নেতা। আমরা চাই, শেরপুর-১ আসনে প্রার্থী পরিবর্তন করে শফিকুলকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হোক। শফিকুলকে দলীয় মনোনয়ন না দেওয়া হলে দলের তৃণমূলের নেতা-কর্মী ও ভোটারদের নিয়ে বৃহৎ কর্মসূচি নেওয়া হবে।’’
তারা অবিলম্বে বিএনপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও দলীয় মনোনিত প্রার্থী সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে প্রত্যাহার ও শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন ক্রিসেন্ট বলেন, ‘‘শফিকুল ইসলাম মাসুদ দলের পরীক্ষিত নেতা। আমরা তার পক্ষে মনোনয়ন চাই। যাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি তৃণমূলের নেতা নয়। শফিক শেরপুর সদর আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা।’’
ঢাকা/তারিকুল/বকুল