ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সান্ত্বনা বাড়ি ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৭, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:৪৯, ১১ নভেম্বর ২০২৫
সান্ত্বনা বাড়ি ফিরেছেন

ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে সান্ত্বনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

অবৈধ পথে ১১ বছর আগে ভারত গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিনি। ১১ বছর পর ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজনরা তাকে কাছে পেয়ে খুব খুশি।

আরো পড়ুন:

জানা যায, মানসিকভাবে অসুস্থ সান্ত্বনা ১১ বছর আগে হারিয়ে যান। পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধানের সহায়তায় বাংলাদেশের সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে সান্ত্বনার খোঁজ পায় তার পরিবার।

ফেরত আসা নারী সান্ত্বনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মহুরির কাজ করতেন।

সান্ত্বনার পরিবারের লোকজন জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। দাম্পত্য জীবনে তিনি চারটি পুত্র সন্তানের জননী। পরিবার থেকে মাঝেমধ্যে হারিয়ে যেতেন। সর্বশেষ নিখোঁজের ১১ বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছরের ১৭ জুলাই তার সন্ধ্যান পান পশ্চিমবঙ্গের তপন প্রধান।

তপন প্রধান এবং বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার সহায়তায় তিনি আজ দেশে ফেরেন। সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে এ নিয়ে ৫৬ জন নাগরিক দেশে ফিরলেন। 

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার খাইরুল ইসলাম জানান, ইমিগ্রেশনের পুলিশ আনুষ্ঠানিকতা শেষে সান্ত্বনাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে শামসুল হুদার মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

ঢাকা/রিটন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়