ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে বাড়ি ফেরার পথে বিক্রয়কর্মীকে গুলি করে হত্যা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৮, ১১ নভেম্বর ২০২৫  
চাঁদপুরে বাড়ি ফেরার পথে বিক্রয়কর্মীকে গুলি করে হত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রুহুল আমিন নামে এক যুবককে বাড়ি ফেরার পথে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার রুস্তমপুরের সমিতির পোলের গোড়ার কাছে রুহুল আমিনকে গুলি করা হয়।

আরো পড়ুন:

ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে রুহুল আমিন বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রুস্তমপুর এলাকার সমিতির পোলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে।

এলাকাবাসীর ধারণা, রহুল আমিন ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। তবে তার সঙ্গে কোনো টাকা পয়সা ছিল কি না, তা জানা যায়নি। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরিদগঞ্জ থানা পুলিশ।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম বলেন, “আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

ঢাকা/অমরেশ/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়