ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৫ নভেম্বর ২০২৫  
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বলেন, “কবি সম্মেলনে ৬ জনকে এ বছর পুরস্কার দেওয়া হচ্ছে।”

আরো পড়ুন:

তিনি বলেন, “পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলছবি’ সম্পাদক জামসেদ ওয়াজেদ, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি এবং শিশু সাহিত্যে হাসনাত আমজাদ। আগামী ২৮-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে দুই শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিনকর্মীরা অংশগ্রহণ করবেন।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-সম্পাদক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, সংগঠনের সহ সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণসংযোগ সম্পাদক অনন্য রাসেল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য মাহাবুব টুটুল, কবি সিকতা কাজল, কবি শাকিবুল শাকিল, কবি মাহফুজ সুইট, রনজু ইসালামসহ সংগঠনের অন্যান্য কবিরা।

এছাড়া বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক ও ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপু ও আহ্বায়ক কমিটির সদস্য নাট্যকর্মী কবির রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আরো বলেন, “বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে বগুড়া লেখক চক্র। মূলত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছরের মতো এ বছরও বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৮-২৯ নভেম্বর দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৮ নভেম্বর সকাল ১০টায় কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।”

সম্মেলন উপলক্ষে বাংলা একাডেমির বইয়ের স্টলসহ অন্যান্য স্টল থাকবে, থাকবে পিঠার স্টল। কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ২টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ডনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের ২য় দিন অর্থাৎ ২৯ নভেম্বর বেলা ১২ টায় প্রতি বছরের মতো এছরও স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৬  জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিন তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।

ঢাকা/এনাম/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়