ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর-আগুন

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৩, ১৫ নভেম্বর ২০২৫
বরিশালে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর-আগুন

বরিশালে বাসে হাফ ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা-পাল্টা হামলা, অর্ধশতাধিক বাস ভাঙচুর, বাসে আগুন দেওয়া হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে ঘটনার শুরু হয়।

আরো পড়ুন:

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি।’’

বিএম কলেজের শিক্ষার্থীরা দাবি করেছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকদের হামলায় ২৫ জন আহত হয়। তবে শ্রমিকদের পক্ষ থেকে পাল্টা হামলার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

বিএম কলেজ শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের আবু বক্করসহ কয়েকজন শিক্ষার্থী নতুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে হাফ ভাড়া দিতে চাইলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বাস শ্রমিকরা। বিষয়টি বাস মালিক সমিতির সভাপতি মো. মোশারফকে জানানো হলে তিনি কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো শ্রমিকদের ছাত্রদের উপর লেলিয়ে দেন। এ সময় শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এ ঘটনার পর তারা কলেজ ক্যাম্পাসে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানান।

স্থানীয়রা জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক জোট হয়ে বাস টার্মিনালে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিক্ষার্থীরা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। এক পর্যায় তারা একটি বাসে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। শত শত শিক্ষার্থীর উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা বাসস্ট্যান্ড থেকে সটকে পড়ে।

হামলা ও ভাঙচুরের পর থেকে বরিশাল থেকে সারা দেশে  বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন,  ‘‘কলেজ বন্ধের দিনও হাফভাড়া দেওয়া নিয়ে বরিশাল-মুলাদী রুটের এক শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকের বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বিএম কলেজের কয়েক শত  শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্টান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। এ সময় সেখানে থাকা ১৫-২০ জন শ্রমিককে বেপরোয়া মারধর করে গুরুতর করে।’’

ঘটনাস্থলে থাকা বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, ‘‘হাফ ভাড়া আমাদের অধিকার। আজ (শনিবার) মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। খবর পেয়ে আমরা (শিক্ষার্থীরা) নথুল্লাবাদ স্টান্ডে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি জানাই। এ সময় আমাদের উপর বাস শ্রমিকরা হামলা চালায়। এতে ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়।’’ 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়