ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:০৭, ১৬ নভেম্বর ২০২৫
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

সড়কের ওপর কেটে রাখা গাছ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা। ফলে দীর্ঘ সময় এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় বড় গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াতের নেতাকর্মীরা গিয়ে একযোগে গাছ সরানোর কাজ শুরু করেন। এরপর সড়কে আংশিক যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসীর মতে, রাজনৈতিক কর্মসূচির নামে মহাসড়ক বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই সভ্য রাজনীতি নয়। তারা দ্রুত এ বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেছেন।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়