ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে বেছে নেবে জনগণ: রেজাউল 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:১১, ২১ নভেম্বর ২০২৫
আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে বেছে নেবে জনগণ: রেজাউল 

লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “এ দেশের মানুষ ইসলামের পক্ষে আছেন এবং আগামী দিনেও তারা ইসলামের পক্ষে থাকবেন। ইতোমধ্যে দেশের শান্তি প্রিয় জনগণ ইসলামের পতাকা তলে সামিল হতে শুরু করেছেন।”

তিনি বলেন, “জনগণ আর কোনো চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দেবে না। আগামী নির্বাচনে ভোটাররা ইসলামী দলগুলোকে বেছে নেবেন। নির্বাচনে তারা ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেবেন।” 

আরো পড়ুন:

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় অছিমউদ্দিন ক্বারি বাড়ি মাদারাসা মাঠে এ সভার আয়োজন করা হয়। ড. মুহাম্মদ রেজাউল করিম ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি। 

রেজাউল করিম বলেন, “ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্রশিবিরের নেতারা বিজয় অর্জন করেছেন। কারণ, তারা মেধাবী। মেধা ও গুণ দেখে সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের পক্ষে রায় দিয়েছেন।” 

তিনি বলেন, “সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। আগামী দিনে বাংলাদেশও ইসলামের বিজয় হবে। যদি ইসলামের বিজয় হয়, তাহলে দেশ আল্লাহর আইন মতো চলবে। ওমরের শাসন চলবে। তখন আর অন্যায় হবে না। চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না। সুখে শান্তিতে থাকবে আমাদের দেশের সাধারণ মানুষ।”

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলামসহ দলটির অন্য নেতারা।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়