ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে থানায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০০, ২৩ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে থানায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার 

এএসআই অহিদুর রহমান।

চট্টগ্রামের চকবাজার থানার ভেতর থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদুর রহমানের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেলে থানা ব্যারাকের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

অহিদুর চকবাজার থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

আরো পড়ুন:

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী ঘটনার লাশ উদ্ধারের তথ্য জানান। তিনি জানান, তিন মাস আগে বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে চকবাজার থানায় তার পদায়ন হয়। তিনি থানার ব্যারাকে থাকতেন। 

তিনি আরো জানান], প্রতিদিনের মতো রবিবার (২৩ নভেম্বর) সকালে গোসল করতে বাথরুমে যান অহিদুর। আরেকজন পুলিশ সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি বাইরে থেকে অনেকক্ষণ ডাকাডাকি করেন। কয়েকবার দরজায় ধাক্কাও দেন। ভেতর থেকে সাড়া পাননি তিনি। পরে ওই পুলিশ সদস্য অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙে অহিদুরকে ছাদের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

অহিদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘‘থানার টহল টিমের সঙ্গে শনিবার (২২ নভেম্বর) রাতেও দায়িত্ব পালন করেন অহিদুর। সকালে কাজ শেষ করে থানার ব্যারাকে ফেরেন তিনি। রাতে তার সঙ্গে যারা ডিউটি করেন, তারা বলেছেন, দায়িত্বে থাকা সময় তিনি (অহিদুর) স্বাভাবিক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’  

এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
 

ঢাকা/রেজাউল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়