ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৪ নভেম্বর ২০২৫  
সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

তৌহিদুর রহমান বুলবুল।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলার প্রধান আসামি এবং আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানা ভাঙচুরের অভিযোগে তার নামে মামলা রয়েছে।

আরো পড়ুন:

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর উপপরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ভাঙ্গা থানায় মামলা করেন। ওই মামলায় মোট ৬০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া তৌহিদুর রহমান বুলবুল ওই মামলার ১ নম্বর আসামি।

গত ১৩ নভেম্বর ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনায় দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় চারটি মামলা করা হয়। ওই চারটি মামলায় আওয়ামী লীগের ১৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়।

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়