ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক সপ্তাহে সাত ভূমিকম্প, চারটির উৎপত্তি নরসিংদীতে

হৃদয় এস সরকার, নরসিংদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:১০, ২৭ নভেম্বর ২০২৫
এক সপ্তাহে সাত ভূমিকম্প, চারটির উৎপত্তি নরসিংদীতে

ফাইল ফটো

দেশে গত এক সপ্তাহে সাতবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে চারটির উৎপত্তি নরসিংদীতে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সর্বশেষ ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ও ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে।

রফিকুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,  “বিকেলে দোকানে বসে ছিলাম। হঠাৎ সবকিছু কেঁপে উঠে। দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই।”

গৃহিণী সুমী আক্তার বলেন, “ঘরটা কেঁপে উঠতেই বাচ্চাদের নিয়ে বাইরে ছুটে যাই। মনে হচ্ছিল, আরেকটু হলে সব ভেঙে পড়বে।”

কলেজশিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “এক সপ্তাহে দেশে সাতবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে, চারটির উৎপত্তি নরসিংদীতে। আমরা শঙ্কায় আছি।”

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে, তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা।

বৃহস্পতিবার ভোরে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ বিকেল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়