ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:২০, ২৮ নভেম্বর ২০২৫
রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় নিহত মো. ইলিয়াছ ও মাসুম আল হাছান (বাঁ থেকে)

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুম আল হাছান ও মো. ইলিয়াছ (৪৫) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় রাত নয়টায় ঢাকাগামী সৌদি পরিবহনের (চট্টমেট্রো ব-১১-০৬৭৯) ধাক্কায় মো. ইলিয়াছ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইলিয়াছ কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি এলাকার মৃত নুর আহামদের ছেলে। তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা হিসাবে কর্মরত ছিলেন।

ওসি আরো জানান, মো. ইলিয়াছ কাপ্তাই সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এসময় কাপ্তাই জেটিঘাট হতে ছেড়ে যাওয়া সৌদি পরিবহনের একটি গাড়ি খোলা লকারের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হলে এলাকাবাসী তাকে কাপ্তাই সদর হাসপাতালে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়।

এর আগে রাঙামাটির লংগদু উপজেলায় ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বাইসাইকেল আরোহী মাসুম আল হাছান (১৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।

মাসুমের বাবা আব্দুল হান্নান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে আসি। এসে দেখি তৎক্ষণাৎ আমাদের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লংগদু থানায় অভিযোগ দায়ের করা হবে।”

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিধান বলেন, “ভিকটিম হাসপাতালে আনার আগে মৃত্যুবরণ করেন। দুই ঘটনায় পুলিশ ঘাতক সৌদি পরিবহন গাড়িটি এবং ট্রাকটি জব্দ করলেও কাউকে তৎক্ষণাৎ আটক করতে পারেনি।”

ঢাকা/শংকর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়