যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবু, সম্পাদক গফুর
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
শুক্রবার রাতে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী সভাপতি ডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর ও অন্যদের ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয়।
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বিশাল জয় পেয়েছে।
এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭।
সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জামায়াতে ইসলামী-সমর্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফ পেয়েছেন ১৭১টি ভোট।
সাধারণ সম্পাদক পদে এম এ গফুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আবু মোর্ত্তজা ছোট, যিনি ১৫৪টি ভোট পেয়েছেন। এই পদে আরেক প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২টি ভোট।
সহ-সভাপতি পদে ৩৫৭ ভোটে অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং ২৪৯ ভোট পেয়ে বাসু দেব বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে জয় পেয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু।
সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে অ্যাডভোকেট সেলিম রেজা, ২৯৪ ভোট পেয়ে অ্যাডভোকেট রিনা আখতার মিলি জয়ী হয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামরুল হাসান সোহেল।
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে জয়ীরা হলেন: অ্যাডভোকেট রেহেনা পারভীন (প্রাপ্ত ভোট ৩৫৫), মুন্সি মোঃ মঞ্জুরুল মাহমুদ লিটু (প্রাপ্ত ভোট ৩১৮), মওলুদা পারভীন (প্রাপ্ত ভোট৩১৮), আজাহারুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৬০), শফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৫৯)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী বলেন, “শুক্রবার সকাল ১০টা থেকে বিকােল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হলো।