ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:৪০, ৩০ নভেম্বর ২০২৫
খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

খুলনা নগরীতে মোসা. মিমি খাতুন (২৭) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খালিশপুর মুজগুন্নী হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়ন নারী ব্যারাক থেকে তার উদ্ধার হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) ও খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, স্বামীর ওপর অভিমান করে মিমি আত্মহত্যা করেছেন।  

আরো পড়ুন:

মারা যাওয়া মিমি কুষ্টিয়ার মো. নবীন বিশ্বাসের মেয়ে। 

পুলিশ সূত্র জানায়, শনিবার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মিমি খাতুন। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) ও খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, নারী পুলিশ সদস্য মিমি খাতুন স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। মিমি খাতুন পচ্ছন্দ করে ইমরান হোসেনকে বিয়ে করেছিলেন। স্বামীর পরিবার তাদের এ সম্পর্ককে মেনে নেয়নি। মিমি খাতুনের মরদেহ তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়