ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদত্যাগের ঘোষণা দিলেন রাঙামাটি এনসিপির প্রধান সমন্বয়কারী

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১২, ১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগের ঘোষণা দিলেন রাঙামাটি এনসিপির প্রধান সমন্বয়কারী

এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা (বাঁয়ে)। তার ফেসবুক পোস্ট

‘মানসিক চাপ’ ও ‘পারিবারিক’ কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শিগগিরি তিনি পদত্যাগপত্র ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানোর কথা জানিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মোবাইলে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রবিবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

আরো পড়ুন:

ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে বিপিন জ্যোতি চাকমা লেখেন, “আমি, বিপিন জোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পাটি-এনসিপি, রাঙামাটি পার্বত্য জেলা। ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করব।”

ফেসবুকে এই পোস্ট নজরে আসার পর রাতে বিপিন জ্যোতি চাকমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। একাধিকবার মোবাইলে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। আজ সোমবার সকালে তিনি পদত্যাগ করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির স্থানীয় নেতারা জানান, দলের কিছু কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন বিপিন জ্যোতি চাকমা। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমনটি ধারণা করা হচ্ছে। 

এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম বলেন, “কিছুটা মান-অভিমান আছে। আশা করছি, বসে সমাধান করে আমরা দলকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে নিয়ে যাব।”

গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাঙামাটি জেলার ২৪ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়।

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়