ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে পরিবার পরিকল্পনা সহকারীদের কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৪ ডিসেম্বর ২০২৫  
গোপালগঞ্জে পরিবার পরিকল্পনা সহকারীদের কর্মবিরতি

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা সহকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আরো পড়ুন:

আন্দোলনকারীরা জানান, গত ২৬ বছরে ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক নরোত্তম মন্ডল, শেখ রায়হান, ফয়সাল হোসাইন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী স্মৃতি রানী আশ্চার্য।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়