ঢাকা-মাওয়া একপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা হতাহতদের উদ্ধার করে।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়দা বেগম (৫০) শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শিবরামপুর এলাকার এখলাছ উদ্দিনের স্ত্রী।
আহতরা একই উপজেলার ওমপাড়া বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদার এর স্ত্রী আশুদা বেগম (৫৪), আলমপুর গ্রামের মহসিন(৪৫) এবং সিরাজদিখান উপজেলার শেখেরনগর গ্রামের শাহাদাত শেখের ছেলে আব্দুর মহিম।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে একটি নোহা মাইক্রোবাস একপ্রেসওয়ের সার্ভিস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। আপরদিকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি শ্রীনগর উপজেলার দিকে যাচ্ছিল।
পথে ষোলঘর এলাকায় অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় একটি নোহা গাড়ি। এ ঘটনায় একজন নিহতসহ তিন জন গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “ষোলঘর এলাকায় দুর্ঘটনায় এক অটো যাত্রী নিহত হয়েছে। ঘটনার পর মাইক্রোবাসটির মালিক পালিয়ে গেছে। তবে ঘাতক গাড়িটি আমাদের জিম্মায় রয়েছে। নিহতের মরদেহ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঢাকা/রতন/এস