ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের ১৬ আসনে শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের ১৬ আসনে শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে শতাধিক প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। 

সর্বশেষ গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ৩১ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র সংগ্রহের দ্বাদশ দিন মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

গতকাল দ্বাদশ দিনে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা। 

চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল পর্যন্ত নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এসসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশসহ অন্যান্য দলের ১০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে দলের ঘোষিত প্রার্থীর বাইরে গিয়ে চট্টগ্রামের বেশ কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্‌ জানান, গতকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনার ও তাঁর সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম–৫ (হাটহাজারী উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) আসন থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ব্যারিস্টর আনিসুল ইসলাম মাহমুদ, আলাউদ্দিন, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, নাগরিক ঐক্যের প্রার্থী মো. নুরুল আবছার মজুমদার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নঈম উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে আবদুল মোমেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. হোমায়েদ রাশেদ, আমার বাংলাদেশ পার্টির মুহাম্মদ ছিদ্দিকুর রহমান এবং চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–হালিশহর–পাহাড়তলী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী সেগুপ্তা বুশরা মিশমা, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সালাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

চট্টগ্রাম–১১ (বন্দর, পতেঙ্গা) আসন থেকে বিএনপির দুই প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন, তারা হলেন এ একে এম আবু তাহের এবং মো. নুর উদ্দীন নাহিদ নিয়াজ। এছাড়াও এই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রিজওয়ানুল ওয়াহেদ মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম–১ (মীরসরাই উপজেলা) আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম এবং চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসন থেকে বিএনপির আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মোস্তফা কামাল পাশা এবং মো. রফী উদ্দিন ফয়সাল, চট্টগ্রাম–৬ রাউজান আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসন থেকে এ বি পার্টির আবদুর রহমান, চট্টগ্রাম–১২ পটিয়া আসন থেকে বিএনপির গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং সৈয়দ সাদাত আহমেদ মনোনয়ন নিয়েছেন, স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছেন পটিয়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান। 

এছাড়াও চট্টগ্রাম–১২ পটিয়া আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ নুরুচ্ছফা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু তালেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু।
এদিকে চট্টগ্রাম–১৩ আনোয়ারা আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু: রেজাউল মোস্তাফা। এদিকে চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসন থেকে বিএনপির দুই প্রার্থী মোহাম্মদ নুরুল আনোয়ার ও এহছানুল মৌলা মনোনয়ন নিয়েছেন। 

এছাড়াও চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচ এম ইলিয়াছ মনোনয়ন নিয়েছেন। চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক মনোনয়ন ফরম নিয়েছেন।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়