বান্দরবানে বিপুল পরিমাণ জাল টাকা জব্দ, গ্রেপ্তার ৩
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার কুতুপালং পশ্চিম পাড়ার মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. আবুল হাশেম (৩২), কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ই/৯ এর নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮), একই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ (১৯)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ডিসেম্বর রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস অভিযানিক দল দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় নূরুল ইসলামের দোকানের সামনে থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত হাবিব উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১২টি বান্ডেলে প্রায় ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তীতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের আরেক সদস্য আলী জোহারকে গ্রেপ্তার করে। এরপর আলী জোহারের স্বীকারোক্তির ভিত্তিতে অন্যতম মূল হোতা মো. আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়। এ সময় জাল টাকা পরিবহনে ব্যবহৃত তার মালিকানাধীন একটি সিএনজি চালিত অটো রিকশা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আবদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার তিনজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এ চক্রের অপর সদস্য লোকমান হাকিম ওরফে কালা পুতু (৩৪) বর্তমানে পলাতক রয়েছে।
ঢাকা/চাইমং//