সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন: সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পুড়ে যাওয়া জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।
কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। এ ঘটনায় নূর কামাল (২৫) নামে জাহাজের এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ উপজেলার দমদমিয়া বিজিবি ক্যাম্প এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
জেলা প্রশাসক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয় এবং দায় নির্ধারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ঢাকা/তারেকুর/রাজীব