ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্টমার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড, অভিযানে একাধিক হোটেলকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৩, ২০ জানুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড, অভিযানে একাধিক হোটেলকে জরিমানা

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও সামুদ্রিক বাস্তুসংস্থান রক্ষায় জেলা প্রশাসনের নেতৃত্বে দুই দিনব্যাপী অভিযানে একাধিক হোটেল ও রেস্তোরাঁকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের মূল সৈকত এলাকায় প্লাস্টিক পোড়ানো, অতিরিক্ত শব্দে জেনারেটর ব্যবহার এবং অনিয়ন্ত্রিত আলোকসজ্জার অভিযোগ পাওয়া যায়। এসব কর্মকাণ্ড সামুদ্রিক প্রাণীর প্রজনন ও স্বাভাবিক জীবনচক্রে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নীল দিগন্ত রিসোর্টকে ৩০ হাজার টাকা, লুই পাস হোটেলকে ৫০ হাজার টাকা, সেন্ট কেসেল হোটেলকে ৫০ হাজার টাকা এবং সূর্য স্থান হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম দিনের অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫, হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এবং প্লাস্টিক ব্যবহার সংক্রান্ত বিধান প্রয়োগ করা হয়।

এসব অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, বায়ু ও শব্দ দূষণ বিধিমালা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৮টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

ঢাকা/তারেকুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়